রবিবার, ১৭ জুন, ২০১২

হযরত মুহাম্মদ (স: ) ই প্রায় সব নিয়ম কানুনের বাস্তব প্রয়োগ ঘটান ।

সব ধর্মই স্বভাবতই ভাল কথা বলে ,ভাল কাজের তাগিদ দেয়।কিন্তু ইসলাম এই ক্ষেত্রে ভিন্ন ।ইসলাম মানব জাতিকে ভাল কিছু করার তাগিদের সাথে সাথে শিক্ষা দেয় তা কিভাবে প্রতিদিনকার কাজে করবে বা অভ্যাসে পরিণত করবে ।এক্ষেত্রে নামায উত্তম । একজন মানুষ বা তাঁর সমাজ বা রাষ্ট্ট বা পুরো মানব জাতি, তাঁর বা তাদের জীবন থেকে মৃত্যু অবধি কিভাবে চলবে তার সর্ম্পূণ নিয়মকানুন ইসলাম শিক্ষা দেয় ।এবং এক্ষেত্রে হযরত মুহাম্মদ (স: ) ই প্রায় সব নিয়ম কানুনের বাস্তব প্রয়োগ ঘটান ।তিনি পুরো মানব জাতির আদর্শ ।একজন মানুষ যদি হযরত মুহাম্মদ (স : ) কে অনুসরণ করার চেষ্টা করেন ,তাহলে তিনি আল্লাহ কর্তৃক পুরষ্কারে ভূষিত হবেন ।পবিত্র কোরআন এবং ৬ টি বিশুদ্ধ হাদিস গ্রন্তই আপনাকে সঠিক পথ দেখাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন