প্রশ্নটা মাথায় আসার পর
,বুঝতে পারলাম প্রশ্নটা আপেক্ষিক ।যেমন ধরুন ,ধর্ম গ্রহনের দিক থেকে
বর্তমান যুগটা ইসলামের যুগ বলা যায় ।মানুষ বর্তমানে ব্যপকভাবে ইসলাম ধর্ম
গ্রহন করছে ,এর কারণ ও ব্যপক ।মিডিয়ার ইসলাম বিদ্বেশীর কারণে অনেকই ইসলামকে
জানতে চায় ,ইসলামের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে ,হিংসার পর ও ভালবাসার জন্ম হয়
,সত্য ধর্মের প্রমাণের মধ্য দিয়ে ও অনেকে ইসলাম ধর্ম
গ্রহন করছে।আবার প্রভাব বিস্তারের দিক থেকে খ্রীষ্টানের ও ইহুদীদের যুগ ও
বলা যায় ।হিন্দু বা সনাতন ধর্ম ও বৌদ্ধ ধর্মের যুগও বলা চলে বা অদূর
ভবিষ্যতে তাদের দাপট থাকতে পারে ।এর কারণ ও বিবিধ ।অর্থনেথিক অগ্রসরতা
,একতা ,ইসলাম ধর্ম ব্যতিত অন্য ধর্ম গুলোর একাগ্রতা ,প্রযুক্তিতে এগিয়ে
থাকার কারণেও তারা প্রভাব বিস্তারে অগ্রসর ।ইসলাম কেনো প্রভাব বিস্তার করতে
পারছে না ? মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় এর অন্যতম প্রধান কারণ
।একতার অভাব ,বির্ধমীদের ষরযন্ত্র ,অর্থনৈতিক অনগ্রসরতা ,মুনাফিকদের বিক্রি
হয়ে যাওয়া ,কিছু ধর্মীয় বড় নেতা যাদের কারণে বিভিন্ন বিভক্তি ইত্যাদির
কারণে ও ইসলাম আজ নেতৃত্বের আসনে নেই।এই দূর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে
পারি ,তাহলে হলফ করে বলতে পারি ইসলাম তার সৌন্দর্য্য ফিরে পাবে ,আসীন হবে
তাঁর প্রাপ্য ছূড়ায় । যে দিন আর বেশী দূরে নয় ।আশায় থাকলাম ।ভালো থাকুন
,সুস্হ থাকুন ,ইসলামকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে চলুন ।আল্লাহ হাফেজ
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন