পরিমাণমত দাঁড়ি রাখা সুন্নত ,যা আপনি নবীজি (স: ) এর একটি আদর্শকে ধারণ করলেন এবং আল্লাহর হুকুম পালন করলেন।এই সুন্নাহটি মুসলমানদের একতার একটি বাহক ,যা অন্য মুসলমান আপনাকে চিনবে এবং সালামের সহিত আপনাকে ভাই হিসাবে আপন করে নিবে ।তাই বিধর্মীরা এই সুন্নাহটিকে মুঁচে দিতে চায় ,যাতে আপনার পরিচয় আপনি ভুলে যান এবং আপনার জাত ভাইকে আপনি না চিনেন বা খারাপ মানষিকতা দিয়ে দেখেন ।এতে অনেক মুসলমান দাঁড়ি রাখতে ভয় পায় এজন্য যে ,যদি তাদের সবাই খারাপ ভাবে বা জঙ্গী বলে বা বদ নজরে দেখে ।
বরং এটাই ভালো কারণ বর্তমান এমন একটা যুগ যেখানে নবীজি (স: ) এর একটি সুন্নাহ ধরে রাখা জলন্ত কয়লা হাতে নিয়ে বসে থাকার সমান ।এমন কঠিন সময়ে আপনি যদি একটি সুন্নাহ পালন করেন তবে আপনি এই কাজের জন্যও জান্নাত পেতে পারেন ।কারণ আপনার ঈমান আছে বলেই আপনি এই কাজটি করতে পেরেছেন ।যেমন আমি আপনাদের এত কথা বলছি বা জানাচ্ছি ।কারণ আপনারা যদি একজনও একটি ভাল কাজ বা সুন্নাহ আমার ক্ষুদ্র কথার কারণে পালন করতে উদ্ভুদ্ধ হন তাহলে আপনার যে সওয়াব হবে তার চেয়ে বেশি আমি এ অধম পাবো ।এবং আপনি ও যদি এইরকম বার্তা অন্যজনদের পোঁছায় দেন তাহলে আপনি ও সমপরিমাণ সওয়াবের মালিক হবেন ।আর আপনি যদি আমার কথা শুনতে বা পড়তে না চান তাহলে আপনি আপনার জানার দরজা বন্ধ রেখেছেন ।হাসরের ময়দানে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না ।আর আমি ভূলের উর্দ্ধে নয় ,ভূল হলে comment দিয়ে জানাবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন