শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

দ্যা ওয়ার অফ ভিয়েতনাম এবং একটি শিক্ষা - আতিক উল্লাহ ।

ভিয়েতকং গেরিলারা রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে। ভিয়েতনাম থেকে আমেরিকা ইঁদুরের মতো পালাচ্ছে। রাজধানী সায়গন থেকে ছেড়ে যাওয়া শেষ হেলিকপ্টার ওঠার প্রাণপণ লড়াই চলছে। বলাবাহুল্য মার্কিন দূতাবাস কর্মকর্তাদের পাশাপাশি দেশীয় দালালরাও প্রাণভয়ে ভীত হয়ে পালানোর চেষ্টা করছে। 
একজন গাদ্দার ভিয়েতনামীও হেলিকপ্টারে ওঠার যুদ্ধে অবতীর্ণ হল। তখন এক মার্কিন কূটনীতিবিদ তাকে প্রচণ্ড ঘুষিতে কপ্টার থেকে ফেলে দেয়। এমনিতেই কপ্টারটা ওভারলোড হয়ে গেছে। পরে সেই মার্কিন কূটনীতিবিদকে প্রশ্ন করা হয়েছিল:
-আপনি কেন তাকে ঘুষি মেরে ফেলে দিলেন?
-তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল! 

লিখেছেন- আতিক উল্লাহ 

.
.
.
বিভিন্ন দেশের গাদ্দাররা কেন যেন এসব দেখেও শিক্ষা নেয় না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন