শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

মেয়ে বন্ধু থেকে দূরে থাকুন ,ভাল থাকুন।

কিছু মানুষ থাকে যাদের চলার জন্য সঙ্গীর প্রয়োজন হয়। এদের মধ্যে মেয়ে জাতিটাই উতকৃষ্ট উদাহারণ। মেয়েদের বাইরে একা যাওয়া এই সমাজে নিরাপদ নয়। তাই তারা বন্ধু নামধারী কিছু ছেলে জোগাড় করে। সিকিউরিটির জন্য, ঘুরাঘুরির জন্য। বন্ধুময় জীবনটা তখন সুন্দর হয়ে পড়ে।
এভাবেই কিছুদিন চলে, তাদের মধ্যে কেউ চ লে যায় আবার ওখানে অন্য কেউ হাজির হয়।আবার ঐ ছেলেটাও হারিয়ে যায় । আবার অন্য কেউ তার স্থান দখল করে।
কিন্তু কিছু মানুষ স্থির থেকে যায়। তাদের মধ্যে কারো বিয়ে হয়। বিয়ের পর কেউ মনে রাখে। কেউ খুব বেশি মনে রাখে। আবার নতুন ইউজার পেয়ে কেউ ভুলে যায়। যাদের নিয়মিত নতুন ইউজার আসে তাদেরকে ফ্রেন্ড মনে করার দরকার নেই। তারা নিজেদের ইচ্ছায় বন্ধু বানায় আবার নিজের প্রয়োজনে ছেড়ে দেয়।
বন্ধু মানে যে আমার ঘরের অন্ধরের খবর জানে , মনের খবর রাখে। একে অন্যের সুখে দুঃখে সাথী হয়। বিয়ের পর কিংবা কোন নিছক অজুহাতে এই বন্ধুতা শেষ হয় না।
কোন ভুলবুঝাবুঝিও নিজেদের সম্পর্ক্য রাখার তাগিদে মাইনর হয়ে যায়। একে অন্যকে ছাড় দেয়। আমার এমন বন্ধুর সংখ্যাও নিহাত কম নয়। যাদের জন্য লাইফ রিস্ক নিতেও কুন্ঠিত হবার নই। যাদের প্রইয়োজনে পাশে থাকতে ভাল লাগে। তাদের নিজের অসুবিধার কথাও বলা যায়।
সবচেয়ে নিরাপদ বন্ধুতা হল ছেলেরা । যাদের সাথে রুম শেয়ার করা যায়। স্মৃতির পাতা থেকে আলোচনা করা যায়।
সকল কাছের বন্ধুকে ভালবাসা। তোদের জন্য সবকিছু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন