শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

ফিউচার ওয়ার প্রেডিকশনঃ বাঙালি ও হেলমেন্দ ক্রোসোর আত্মহুতি ।

যুদ্ধের দামামা বাজার তখনো কিছু সময় বাকি ছিল । হেলমেন্দ ক্রুসো সদ্য অস্ত্র্ হাতে নিয়ে নিজের তাবু থেকে বের হলেন । আজ তার মনটা খারাপ । এই দিনেই তার প্রিয়তম স্ত্রী তাকে ছেড়ে চলে যায় । সেদিনও এভাবেই ঝুম বৃষ্টি নেমেছিল । তার অন্তরেও তুমুল ঝড় উঠেছিল । শুধু পার্থক্য এই যে সেদিন স্ত্রী ইবোলার যুক্তির কাছে হেরে যাওয়া আর আজ দূর্বল প্রতিপক্ষের কাছে হেরে যাওয়া । ইবোলা সেদিন বলেছিল তোমরা সৈনিকরা বাইরে দেখতে অসম শক্তিধর মনে হলেও রিয়েল লাইফে তোমরা কাপুরুষ

হেলমেন্দ এক সাধারণ সৈনিক । সে তার দলনেতার বাইরে যেতে পারে না । নইলে সে বলতঃ ভিয়েতনাম যুদ্ধে আমরা হেরেছি । আজও আমরা হারতে চলেছি । আমাদের ১০ জনের টিমে আর জনা কয়েক বেচে আছি । আজ ২টি বছরের যুদ্ধে আমরা হেরে যাচ্ছি কিছু আনকোর মানুষের সাথে । বাঙালী জাতটাই অপ্রিয় যুদ্ধবাজ জাতি । সেই ২০২২ সালে ত্রিমুখী যুদ্ধে ভারত-রাশিয়া চীনের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে আনা হয়। কিন্তু এখানের অবস্থা আরো করুণ ছিল। বাঙ্গালিরা ভারতের অন্যান্য জাতির সাথে হাত মিলিয়ে আমাদের ত্রিমুখী মেরে যাচ্ছে। আজ আমরা আমেরিকানরা হেরে যাওয়ার অবস্থায় । ভারত ও রাশিয়ার সরকারও বিদ্রোহীদের সাথে পেরে উঠছে না।

আজ সেই প্রতিক্ষিত দিনে আমাদের এই কমান্ডো টিমটা নাস্তানাবুদ হতে চলেছে। আজ হয়তো আমি মরে যেতেও পারি কিন্তু ইবোলার কাছে সেই দোষের মাফ চাওয়া আমার হয়নি।
এখন শুধু গড এর কাছেই মাফ চাওয়ার পালা। এত এত নিরীহ মানুষ আমার হাতে মরেছে যে এই হাতে আর অস্ত্র উঠছে না। ভিয়েতনাম ,সোমালিয়ায় অনেক নিরীহ মানুষকে আমি মেরেছি। কিন্তু সৈনিকদের তো এসবে মাথা ঘামাতে দেওয়া হয় না । তারা শুধু অর্ডার পালন করে। আজ রাশিয়া-জার্মানির মত আমাদেরও পতন হতে চলেছে।

হ্যা, ইবোলা। তোমার ভাই রদ্রিগুয়েজ নির্দোষ ছিল। তাকে আমি বাচাতে পারি নি। সে সোমালিয়ান বিদ্রোহীদের প্রতি সিম্পেতি দেখিয়েছিল । কিন্তু আমাদের সৈনিকদের এমনটি করা আইন বিরুদ্ধ । আমি চাকরির ভয়ে মেজরকে বলতে পারি নি যেঃ " আমরা সৈনিকরাও মানুষ "। আমাদেরও দয়া থাকতে পারে।

তারা আমার সামনে তোমার ভাইকে হত্যা করে। কিন্তু তোমার জন্য আমার চাকরিটা দরকার ছিল কিন্তু আজ তুমিই তো নেই। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি । রাষ্ট্রের সব সিদ্ধান্ত মানবিক হয় না। তারা একজন মানুষ হওয়ার চেয়ে তারা একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,মেজর।
আমি কাপুরুষ নই ইবোলা। আজ নিরস্ত্রভাবে শত্রুপক্ষে ঝাপিয়ে পড়ে আত্মহুতিই আমার প্রায়শ্চিত্ত।
হেলমেন্দ ক্রুসো হাতের অস্ত্রটা ছুড়ে ফেলে দিয়ে শত্রু শিবিরের দিকে যাত্রা শুরু করলেন।
.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন