কেনো ?
কথাটা বলেই ও পিছনে ফিরে থাকালো ।
... আমি তো অবাক । তার চেহারার দিকে থাকিয়ে আমি কিছুটা সক খেলাম ।
এতদিন পর তার সাথে দেখা ,তবু ও আমায় চিনতে পারলো না সে ।
হঠাত্ আজ হসপিটালে দেখা , সে এখন ডাক্তার আর আমি একজন রোগী ।
প্রেসক্রিপসন নিয়ে আমার এক প্রশ্নের জবাবে তার প্রতিউত্তর ' কেনো ?' ।
আর দেরি না করে ঘুরে দাঁড়ালাম আমি ।
আমায় হইতো সে চিনতে পারে নি ।না চিনলে ও দুঃখ নেই আমার ।
আমার যে এটাই শাস্তি ।
জয়নব ছিল আমার লাইফের একটি অবিচ্ছিদ্ধ অংশ ।
সারাদিন শাসন করত আমায় ,আর কিছু বললেই রাগ ।
তাঁর ঢংয়ের কমতি ছিল না কোনদিন ।
আজো সে একই রকম দেখতে ,গত ৬ বছর আগে যেরকমটি দেখেছিলাম ।
কিন্তু আমি যে সেরকমটি নেই ।অনেক বদলে গেছি আমি ।
আমার শরীরে আজ বাসা বেঁধেছে মাদকাসক্ত ।
এই মাদকাসক্তই আমাদের বিচ্ছেদের কারণ ছিল ।
সে তো আমায় অনেক বলেছিলো ।কিন্তু ... ...থাক আর বলতে ইচ্ছে করছে না । আরেকদিন বলব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন